ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে পানবরজে আগুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে পানবরজে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবাগাদি গ্রামের পশ্চিম পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে ইনামুল হকের পান বরজে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পানবরজের মালিক ইনামুল হক বলেন, ‘আমার সাথে আমার আপন ভাই ও চাচাতো ভাইদের সাথে জমিজমাসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মনমালিন্য চলছে। তারা মাঝে মাঝেই আমাকে নানা প্রকার হুমকি দেয়, মারপিট করে। আমি গরিব হওয়ায় কোনো প্রতিবাদ করতে পারি না। সবকিছু নীরবে মুখ বন্ধ করে সহ্য করি। আমার ভাই আমাকে আমার বাবার ঘর থেকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আমার ছেলে পানবরজ থেকে কাজ করে বাড়িতে আসে। আর সে সুযোগে আমার পানবরজে আগুন দিয়েছে আমার দুই ভাই লাল্টু ও মনজু। আগুন দিয়ে পাশে দাঁড়িয়ে ছিল তারা। আমরা গিয়ে দেখি আগুনে দাউদাউ করে আমার পানবরজের বেড়া পুড়ছে। সাথে সাথে আমরা অনেক চেষ্টা করে আগুন নিভিয়েছি। কিন্তু তারা এখনো আমাকে নানা হুমকি দিচ্ছে।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এদের পারিবারিক শত্রুতা অনেকদিন থেকেই চলছে। আর আজ বরজে আগুন ধরার বিষয়টি সত্য। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
এ বিষয়ে পান বরজের মালিক ইকরামুল হকের ভাই মনজুর সাথে কথা বললে তিনি বলেন, ‘আমাদের জমি নিয়ে বিরোধ আছে সত্য, তবে পানবরজে আমরা কেউ আগুন লাগায়নি। সে নিজেই তার বরজে আগুন লাগিয়ে আমাদের দোষারোপ করছে।’ এদিকে, এ বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে পানবরজে আগুন

আপলোড টাইম : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পারিবারিক শত্রুতার জেরে পানবরজে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবাগাদি গ্রামের পশ্চিম পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে ইনামুল হকের পান বরজে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পানবরজের মালিক ইনামুল হক বলেন, ‘আমার সাথে আমার আপন ভাই ও চাচাতো ভাইদের সাথে জমিজমাসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মনমালিন্য চলছে। তারা মাঝে মাঝেই আমাকে নানা প্রকার হুমকি দেয়, মারপিট করে। আমি গরিব হওয়ায় কোনো প্রতিবাদ করতে পারি না। সবকিছু নীরবে মুখ বন্ধ করে সহ্য করি। আমার ভাই আমাকে আমার বাবার ঘর থেকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আমার ছেলে পানবরজ থেকে কাজ করে বাড়িতে আসে। আর সে সুযোগে আমার পানবরজে আগুন দিয়েছে আমার দুই ভাই লাল্টু ও মনজু। আগুন দিয়ে পাশে দাঁড়িয়ে ছিল তারা। আমরা গিয়ে দেখি আগুনে দাউদাউ করে আমার পানবরজের বেড়া পুড়ছে। সাথে সাথে আমরা অনেক চেষ্টা করে আগুন নিভিয়েছি। কিন্তু তারা এখনো আমাকে নানা হুমকি দিচ্ছে।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এদের পারিবারিক শত্রুতা অনেকদিন থেকেই চলছে। আর আজ বরজে আগুন ধরার বিষয়টি সত্য। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
এ বিষয়ে পান বরজের মালিক ইকরামুল হকের ভাই মনজুর সাথে কথা বললে তিনি বলেন, ‘আমাদের জমি নিয়ে বিরোধ আছে সত্য, তবে পানবরজে আমরা কেউ আগুন লাগায়নি। সে নিজেই তার বরজে আগুন লাগিয়ে আমাদের দোষারোপ করছে।’ এদিকে, এ বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।