ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। সম্প্রতি জেলা শিল্পকলা কর্তৃক ‘লালব্রীজ অতঃপর’ নাটকে যারা অভিনয় করেছেন, তাঁরা সত্যিকার অর্থে মানুষকে ৭১’র কথা মনে করিয়ে দিয়েছে। আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, বিএনপি ও জামাতের কর্মীরা দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তারা এদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। কিন্তু বিএনপি-জামায়াত জানে না বঙ্গবন্ধুর একজন কর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে রক্ষার দায়িত্বও আমাদের। কোনো অপশক্তির কাছে আমরা মাথানত করব না।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লা, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, নুরুল ইসলাম দিপু, শেখ কামরুজ্জামান শামিম, পরিমল কুমার ঘোষ কালু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের হাসান, সাকিব, টিটন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। সম্প্রতি জেলা শিল্পকলা কর্তৃক ‘লালব্রীজ অতঃপর’ নাটকে যারা অভিনয় করেছেন, তাঁরা সত্যিকার অর্থে মানুষকে ৭১’র কথা মনে করিয়ে দিয়েছে। আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, বিএনপি ও জামাতের কর্মীরা দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তারা এদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। কিন্তু বিএনপি-জামায়াত জানে না বঙ্গবন্ধুর একজন কর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে রক্ষার দায়িত্বও আমাদের। কোনো অপশক্তির কাছে আমরা মাথানত করব না।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লা, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, নুরুল ইসলাম দিপু, শেখ কামরুজ্জামান শামিম, পরিমল কুমার ঘোষ কালু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের হাসান, সাকিব, টিটন প্রমুখ।