ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কালিদাসপুর গ্রামের জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের বিল্ডিং ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। এসময় দেয়াল ধসে পড়ে নিচে চাপা পড়েন মনিরুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নির্মাণাধীন কাজের সময় শ্রমিক মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

আপলোড টাইম : ০১:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কালিদাসপুর গ্রামের জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের বিল্ডিং ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। এসময় দেয়াল ধসে পড়ে নিচে চাপা পড়েন মনিরুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নির্মাণাধীন কাজের সময় শ্রমিক মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।