ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার শেখপাড়ায় এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার শেখপাড়ায় চাচার জমি জবর দখলের পাঁয়তারা ও হুমকি-ধামকি দেখানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তি। গতকাল বুধবার তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলনে উপজেলার শেখপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ডাবলু জানান, তারা চার ভাই ও চার বোন। পিতা জীবিত থাকা অবস্থায় নিয়মানুযায়ী ভাই-বোনদের জমি ভাগ বণ্টন করে দেন। কিছু জমি অন্যের কাছ থেকে ক্রয় করেও সবার নামে রেজিস্ট্রি করে দেন। আমার সেজো ভাই আশরাফ মণ্ডল মারা যাবার পর তার স্ত্রী ও দুই কন্যা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত প্রায় ১১ বিঘা জমি ২৪ বছর ধরে ভোগ দখল করে আসছে। ভাইয়ের মেয়েদের বিয়ের পর থেকেই দুই মেয়ে ও জামাই মিলে ওই ১১ বিঘা জমি ছাড়াও অতিরিক্ত জমি দাবি করে আসছে। তারা বিভিন্ন সময় দ্বন্দ্ব-ফ্যাসাদ শুরু করলে আমরা গত বছরের ১৯ জুন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে তাদের জমি বুঝ করে দিয়ে লিখিত আপস-মীমাংসা করা হয়। এরপর যে যার মতো বসবাস করে আসছিলাম। কিন্তু তারা এটা না মেনে নানা রকম ফন্দি আটতে থাকে। এরই জের ধরে জমি দখলের জন্য ১০/১০/২২ তারিখে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় আমার চাচাতো ভাই শাহাবুল দুই জামাইকে সাথে নিয়ে নানা রকম অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের নানাভাবে হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে। তিনি সাংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার শেখপাড়ায় এক ব্যক্তির সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার শেখপাড়ায় চাচার জমি জবর দখলের পাঁয়তারা ও হুমকি-ধামকি দেখানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তি। গতকাল বুধবার তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলনে উপজেলার শেখপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ডাবলু জানান, তারা চার ভাই ও চার বোন। পিতা জীবিত থাকা অবস্থায় নিয়মানুযায়ী ভাই-বোনদের জমি ভাগ বণ্টন করে দেন। কিছু জমি অন্যের কাছ থেকে ক্রয় করেও সবার নামে রেজিস্ট্রি করে দেন। আমার সেজো ভাই আশরাফ মণ্ডল মারা যাবার পর তার স্ত্রী ও দুই কন্যা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত প্রায় ১১ বিঘা জমি ২৪ বছর ধরে ভোগ দখল করে আসছে। ভাইয়ের মেয়েদের বিয়ের পর থেকেই দুই মেয়ে ও জামাই মিলে ওই ১১ বিঘা জমি ছাড়াও অতিরিক্ত জমি দাবি করে আসছে। তারা বিভিন্ন সময় দ্বন্দ্ব-ফ্যাসাদ শুরু করলে আমরা গত বছরের ১৯ জুন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে তাদের জমি বুঝ করে দিয়ে লিখিত আপস-মীমাংসা করা হয়। এরপর যে যার মতো বসবাস করে আসছিলাম। কিন্তু তারা এটা না মেনে নানা রকম ফন্দি আটতে থাকে। এরই জের ধরে জমি দখলের জন্য ১০/১০/২২ তারিখে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় আমার চাচাতো ভাই শাহাবুল দুই জামাইকে সাথে নিয়ে নানা রকম অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের নানাভাবে হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে। তিনি সাংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।