ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপচেলার পাঁচকমলাপুর ব্রিজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে আলমডাঙ্গার পাঁচকমলাপুর ব্রিজ মোড়ে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেসার্স রতন স্টোরে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রতন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারায় সতর্কতামূলক ২ হাজার টাকা, মেসার্স লিটন স্টোরের মালিক মো. লিটন আলীকে দোকানের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখা ও অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সাদিয়া কসমেটিকস-এর দোকানে নকল শিশুপণ্য ও ভেজাল কসমেটিকস বিক্রয় ও অন্যান্য অপরাধে প্রতিষ্ঠান মালিক কাইয়ুম আলীকে ৪১ ধারায় ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপচেলার পাঁচকমলাপুর ব্রিজ মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে আলমডাঙ্গার পাঁচকমলাপুর ব্রিজ মোড়ে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেসার্স রতন স্টোরে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রতন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারায় সতর্কতামূলক ২ হাজার টাকা, মেসার্স লিটন স্টোরের মালিক মো. লিটন আলীকে দোকানের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখা ও অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সাদিয়া কসমেটিকস-এর দোকানে নকল শিশুপণ্য ও ভেজাল কসমেটিকস বিক্রয় ও অন্যান্য অপরাধে প্রতিষ্ঠান মালিক কাইয়ুম আলীকে ৪১ ধারায় ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।