ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার চিৎলা ও ভাংবাড়িয়ায় কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুটি পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চিৎলা ইউনিয়নের রুইতনপুর বাজার এবং ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। দুটি পৃথক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, ‘আমাদের সবসময় সজাগ থাকতে হবে। কখন না আবার নতুন ষড়যন্ত্র হয়। আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাখতে হবে।’
কর্মী সভা দুটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাদল। এ কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোনতাজ উদ্দীন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দীন, লুলু মিয়া, আব্দুস সাত্তার, রাশেদ আলী, কামাল মিয়া, লেবু মিয়া, উজ্জ্বল, আব্দুল জলিল, মোজাম প্রমুখ।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবেদ মিয়া। এ কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক মেম্বার ওহিদুল মল্লিক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, আব্দুল খালেক ওল্টু, আব্দুল্লাহ শেখ মেম্বার, সাবেক মেম্বার মণ্টু মিয়া, সাবেক মেম্বার মেম, ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সভাপতি ফরজ আলী, আওয়ামী লীগ নেতা আসকার আলী প্রমুখ। এছাড়াও দুটি কর্মীসভাতেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার চিৎলা ও ভাংবাড়িয়ায় কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৬:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:
শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুটি পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চিৎলা ইউনিয়নের রুইতনপুর বাজার এবং ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। দুটি পৃথক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, ‘আমাদের সবসময় সজাগ থাকতে হবে। কখন না আবার নতুন ষড়যন্ত্র হয়। আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাখতে হবে।’
কর্মী সভা দুটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাদল। এ কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোনতাজ উদ্দীন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দীন, লুলু মিয়া, আব্দুস সাত্তার, রাশেদ আলী, কামাল মিয়া, লেবু মিয়া, উজ্জ্বল, আব্দুল জলিল, মোজাম প্রমুখ।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবেদ মিয়া। এ কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক মেম্বার ওহিদুল মল্লিক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, আব্দুল খালেক ওল্টু, আব্দুল্লাহ শেখ মেম্বার, সাবেক মেম্বার মণ্টু মিয়া, সাবেক মেম্বার মেম, ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সভাপতি ফরজ আলী, আওয়ামী লীগ নেতা আসকার আলী প্রমুখ। এছাড়াও দুটি কর্মীসভাতেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।