ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। কলেজিয়েট স্কুলেরর উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন নতিডাঙ্গা মাদ্রাসার সুপার একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষার্থীরা।’ এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যে ট্যাব পাবে, সেটা ভালো কাজে ব্যবহার করবে। একই ফুল থেকে মৌমাছির দল মধু সংগ্রহ করে, আবার ভোমরার দল বিষ সংগ্রহ করে। আমি বিশ্বাস করি তোমরা এই ট্যাব ভালো কাজে ব্যবহার করে নিজেকে এবং দেশকে স্মার্ট করে গড়ে তুলবে।’
ইউএনও স্নিগ্ধা দাস সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রজীবন তপস্যার, তোমরা সঠিকভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলাদেশ গড়তে হলে সকলকে স্মার্ট হতে হবে। তাই তোমরা সত্যিকারের সৌভাগ্যবান, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ার তোমরাই প্রথম কারিগর। ইতিহাতের পাতায় তোমাদের নাম লেখা থাকবে যদি এই ট্যাব ব্যবহার করে তোমরা স্মার্ট ছাত্র বা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো। পরবর্তীতে উপজেলার ৫৬টি স্কুল ও মাদ্রাসার মোট ১১১ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আপলোড টাইম : ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। কলেজিয়েট স্কুলেরর উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন নতিডাঙ্গা মাদ্রাসার সুপার একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষার্থীরা।’ এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যে ট্যাব পাবে, সেটা ভালো কাজে ব্যবহার করবে। একই ফুল থেকে মৌমাছির দল মধু সংগ্রহ করে, আবার ভোমরার দল বিষ সংগ্রহ করে। আমি বিশ্বাস করি তোমরা এই ট্যাব ভালো কাজে ব্যবহার করে নিজেকে এবং দেশকে স্মার্ট করে গড়ে তুলবে।’
ইউএনও স্নিগ্ধা দাস সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রজীবন তপস্যার, তোমরা সঠিকভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলাদেশ গড়তে হলে সকলকে স্মার্ট হতে হবে। তাই তোমরা সত্যিকারের সৌভাগ্যবান, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ার তোমরাই প্রথম কারিগর। ইতিহাতের পাতায় তোমাদের নাম লেখা থাকবে যদি এই ট্যাব ব্যবহার করে তোমরা স্মার্ট ছাত্র বা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো। পরবর্তীতে উপজেলার ৫৬টি স্কুল ও মাদ্রাসার মোট ১১১ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়।’