ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় সাবেক ফুটবলারের নামে ‘ওস্তাদ মোড়’ নামকরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ফুটবল মাঠের দক্ষিণ প্রান্তের রাস্তাটি মোস্তাক আলীর নামে ‘ওস্তাদ মোড়’ নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই নামকরণ করা হয়। ফুটবলার আমিরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর মেয়র হাসান কাদির গনু সাবেক ফুটবলার মোস্তাক আলীর নামে এই ‘ওস্তাদ মোড়’ নামকরণ করেন। এসময় তিনি বলেন, ‘মোস্তাক ভাই আমার খুব পরিচিত মানুষ ছিলেন, তিনি ছিলেন একজন প্রকৃত ফুটবলার। এমন একজন ফুটবল প্রেমিকের নামে রাস্তার একটি মোড়ের নাম ‘ওস্তাদ মোড়’ রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাবেক ফুটবলার শেখ আব্দুল জব্বার ও সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। সাবেক ফুটবলার ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ইউনুস আলী, শেখ সাইফুল ইসলাম, ফ্রেন্ডস ক্লাবের প্রধান পরিচালক মীর উজ্জল হোসেন, পৌরসভার অ্যাকাউন্ট্যান্ট আবুল কালাম আজাদ, সহকারী হিসাবরক্ষক জয় কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক, প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম নাছিম প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সাবেক ফুটবলারের নামে ‘ওস্তাদ মোড়’ নামকরণ

আপলোড টাইম : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ফুটবল মাঠের দক্ষিণ প্রান্তের রাস্তাটি মোস্তাক আলীর নামে ‘ওস্তাদ মোড়’ নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই নামকরণ করা হয়। ফুটবলার আমিরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর মেয়র হাসান কাদির গনু সাবেক ফুটবলার মোস্তাক আলীর নামে এই ‘ওস্তাদ মোড়’ নামকরণ করেন। এসময় তিনি বলেন, ‘মোস্তাক ভাই আমার খুব পরিচিত মানুষ ছিলেন, তিনি ছিলেন একজন প্রকৃত ফুটবলার। এমন একজন ফুটবল প্রেমিকের নামে রাস্তার একটি মোড়ের নাম ‘ওস্তাদ মোড়’ রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাবেক ফুটবলার শেখ আব্দুল জব্বার ও সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। সাবেক ফুটবলার ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ইউনুস আলী, শেখ সাইফুল ইসলাম, ফ্রেন্ডস ক্লাবের প্রধান পরিচালক মীর উজ্জল হোসেন, পৌরসভার অ্যাকাউন্ট্যান্ট আবুল কালাম আজাদ, সহকারী হিসাবরক্ষক জয় কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক, প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম নাছিম প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক।