ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মজিবর রহমান (৫৫) নামের এব ব্যক্তির মৌমাছির কামড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মজিবর রহমান একই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

জানা গেছে, গতকাল বিকেলে মজিবর রহমান বাড়ির পশ্চিম পাশের মাঠে ধান খোলা দেখতে গেলে হঠাৎ করে বাঁজপাখি মৌচাকে ঠোকর দেয়। এতে শত শত মৌমাছি মজিবারের ওপর আক্রমণ করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, মজিবর খুব নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি বাজারে কাজ করে ও গ্রামের মানুষের কাজ করে সংসার চালাতেন। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি ছাড়া আর কেউ নেই। গতকাল রাত ৯টায় নওদা বন্ডবিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে সাড়ে ৯টায় নওদা বন্ডবিল কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৩:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মজিবর রহমান (৫৫) নামের এব ব্যক্তির মৌমাছির কামড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মজিবর রহমান একই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

জানা গেছে, গতকাল বিকেলে মজিবর রহমান বাড়ির পশ্চিম পাশের মাঠে ধান খোলা দেখতে গেলে হঠাৎ করে বাঁজপাখি মৌচাকে ঠোকর দেয়। এতে শত শত মৌমাছি মজিবারের ওপর আক্রমণ করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, মজিবর খুব নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি বাজারে কাজ করে ও গ্রামের মানুষের কাজ করে সংসার চালাতেন। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি ছাড়া আর কেউ নেই। গতকাল রাত ৯টায় নওদা বন্ডবিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে সাড়ে ৯টায় নওদা বন্ডবিল কবরস্থানে তাকে দাফন করা হয়।