ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ড. ডিসি কিসিঞ্জার চাকমা

কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৬১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর। আপনারা যারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, মনে রাখবেন ওই দিন আপনারা নিজ নিজ কেন্দ্রের ম্যাজিস্ট্রেট, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকার যেমন চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে যেন নির্বিঘ্নে দিতে পারে, আমরা তার গ্যারান্টি দিতে চায়। কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছে আমার নির্দেশ, যে যে কেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন, তারা যেন ওই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, আত্মীয়স্বজন কারও বাড়িতে থাকবেন না, খাবেন না, একটা দিন কষ্ট করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সহায়তা করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা নির্বাচন অফিসার ওয়াকিউল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ড. ডিসি কিসিঞ্জার চাকমা

কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

আপলোড টাইম : ১২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর। আপনারা যারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, মনে রাখবেন ওই দিন আপনারা নিজ নিজ কেন্দ্রের ম্যাজিস্ট্রেট, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকার যেমন চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে যেন নির্বিঘ্নে দিতে পারে, আমরা তার গ্যারান্টি দিতে চায়। কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছে আমার নির্দেশ, যে যে কেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন, তারা যেন ওই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, আত্মীয়স্বজন কারও বাড়িতে থাকবেন না, খাবেন না, একটা দিন কষ্ট করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সহায়তা করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা নির্বাচন অফিসার ওয়াকিউল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া।