ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ডাউকিতে বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিক যুবকের বাড়িতে উঠেছে স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘঘটনা ঘটে। এঘটনার পরই প্রেমিক আব্দুর রশিদ গা-ঢাকা দিয়েছে। এসময় উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে।

জানা গেছে, উপজেলার ডাউকি পশ্চিমপাড়ার খাদেম আলীর কলেজ পড়ুয়া ছেলে আব্দুর রশিদ তার প্রতিবেশী এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। গতকাল বিকেলে আ. রশিদ কুষ্টিয়া থেকে বাড়িতে এসেছে এমন খবরে ওই স্কুলছাত্রী তার বাড়িতে উঠে বিয়ের দাবি তোলে। এরপরই আ.রশিদ বাড়ি থেকে পালিয়ে যায়।

ওই স্কুলছাত্রী জানায়, ‘আমি ৫ম শ্রেণিতে পড়ার সময় রশিদ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে ৭ম শ্রেণিতে উঠলে রশিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে আমার সাথে আমার দাদার মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখত রশিদ। রশিদ আমাকে একটি মোবাইলের সিমও কিনে দিয়েছে।’

এ বিষয়ে আব্দুর রশিদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রেমের বিষয়ে অস্বীকার করে বলেন, ‘এটা মিথ্যা ও ষড়যন্ত্র। আমি তাকে ভালোবাসি না।’ এ কথা শোনার পর ওই স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে উঠানে পড়ে যায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ সংবাদ লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মেয়েটির সাথে পাশের বাড়ির আ.রশিদের প্রেমের সম্পর্ক আছে। মেয়ের পরিবারের পক্ষে একটি অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী

আপলোড টাইম : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ডাউকিতে বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিক যুবকের বাড়িতে উঠেছে স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘঘটনা ঘটে। এঘটনার পরই প্রেমিক আব্দুর রশিদ গা-ঢাকা দিয়েছে। এসময় উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে।

জানা গেছে, উপজেলার ডাউকি পশ্চিমপাড়ার খাদেম আলীর কলেজ পড়ুয়া ছেলে আব্দুর রশিদ তার প্রতিবেশী এক স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। গতকাল বিকেলে আ. রশিদ কুষ্টিয়া থেকে বাড়িতে এসেছে এমন খবরে ওই স্কুলছাত্রী তার বাড়িতে উঠে বিয়ের দাবি তোলে। এরপরই আ.রশিদ বাড়ি থেকে পালিয়ে যায়।

ওই স্কুলছাত্রী জানায়, ‘আমি ৫ম শ্রেণিতে পড়ার সময় রশিদ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে ৭ম শ্রেণিতে উঠলে রশিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে আমার সাথে আমার দাদার মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখত রশিদ। রশিদ আমাকে একটি মোবাইলের সিমও কিনে দিয়েছে।’

এ বিষয়ে আব্দুর রশিদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রেমের বিষয়ে অস্বীকার করে বলেন, ‘এটা মিথ্যা ও ষড়যন্ত্র। আমি তাকে ভালোবাসি না।’ এ কথা শোনার পর ওই স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে উঠানে পড়ে যায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ সংবাদ লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মেয়েটির সাথে পাশের বাড়ির আ.রশিদের প্রেমের সম্পর্ক আছে। মেয়ের পরিবারের পক্ষে একটি অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।