ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নিমতলায় কৃষকের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার নিমতলা ও অনুপনগর মাঝের মাঠে ফুলবগাদি গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে নুর হোসেন মণ্ডলের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে নুর হোসেন মণ্ডলের ছেলে ইকরামুল হক বাদী হয়ে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অনুপনগর গ্রামের তিনজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনি বলেন- ‘আমাদের ১২ কাঠা জমির পান খেত পুড়িয়ছে তাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে পানের বাজার মূল্য ১৫০ টাকা পণ। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে ফুলবগাদি গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে কৃষক মুজাম আলী বলেন, ‘ওই পানবরজের পাশে আমি আমার ভুট্টা খেতে সেচ দিচ্ছিলাম। এমন সময়ে আমি দেখতে পাই পানবরজে আগুন জ¦লছে। আমি সেখানে গেলে মাঠের আরো অন্যান্য মানুষ ও পথচারীরা ছুটে আসে এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্সে খবর দিলে তাদের একটি ইউনিট দ্রুত এসে আগুণ নিয়ন্ত্রণ করেছে। আমি আমার ভুট্টা খেতে সেচ দেওয়ার আগে অনুনগর গ্রামের তিনজন ছেলেকে দেখেছিলাম। আগুন লাগার পরে ঘটনাস্থলে দুই ছেলেকে আমি ধরি। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, “অপরজন পালিয়ে গিয়েছে, আমরা কিছু জানি না, সব সে জানে।” স্থানীয়রা ধারণা করছেন, ওরা তিনজন পানবরজের পাশে সিগারেট খাওয়ার সময়ে ওই আগুনের সূত্রপাত হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড টাইম : ০৪:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার নিমতলায় কৃষকের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার নিমতলা ও অনুপনগর মাঝের মাঠে ফুলবগাদি গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে নুর হোসেন মণ্ডলের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে নুর হোসেন মণ্ডলের ছেলে ইকরামুল হক বাদী হয়ে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অনুপনগর গ্রামের তিনজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনি বলেন- ‘আমাদের ১২ কাঠা জমির পান খেত পুড়িয়ছে তাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে পানের বাজার মূল্য ১৫০ টাকা পণ। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে ফুলবগাদি গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে কৃষক মুজাম আলী বলেন, ‘ওই পানবরজের পাশে আমি আমার ভুট্টা খেতে সেচ দিচ্ছিলাম। এমন সময়ে আমি দেখতে পাই পানবরজে আগুন জ¦লছে। আমি সেখানে গেলে মাঠের আরো অন্যান্য মানুষ ও পথচারীরা ছুটে আসে এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্সে খবর দিলে তাদের একটি ইউনিট দ্রুত এসে আগুণ নিয়ন্ত্রণ করেছে। আমি আমার ভুট্টা খেতে সেচ দেওয়ার আগে অনুনগর গ্রামের তিনজন ছেলেকে দেখেছিলাম। আগুন লাগার পরে ঘটনাস্থলে দুই ছেলেকে আমি ধরি। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, “অপরজন পালিয়ে গিয়েছে, আমরা কিছু জানি না, সব সে জানে।” স্থানীয়রা ধারণা করছেন, ওরা তিনজন পানবরজের পাশে সিগারেট খাওয়ার সময়ে ওই আগুনের সূত্রপাত হতে পারে।