ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পথচারীদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় তীব্র গরমে স্বস্তি দিতে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের উদ্যোগে পথচারীদের মাঝে বোতলজাত পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আলমডাঙ্গা হাইরোডে আলিফ উদ্দিন মোড়ে পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া তিন  শতাধিক মানুষের এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি নিজ হাতে পথচারীদের মাঝে স্যালাইন, শরবত ও পানির বোতল বিতরণ করেন। এসময় তিনি বলেন, বর্তমানে প্রচণ্ড গরমে মানব জীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম বিনা মূল্যে স্যালাইন, শরবত ও পানির বোতল বিতরণের ব্যবস্থা করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম আগামীতে যেন আরও সুন্দর সুন্দর এই ধরনের সেবা মূলক কাজ করে।

এসময় খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ চলমান থাকবে। শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, সমগ্র খুলনা বিভাগের ১০টি জেলায় এই ধরণের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম মাগুরা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, চুয়াডাঙ্গা জেলা যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, প্রচার সম্পাদক নোমান, যুব ফোরামের সদস্য পার্থিব, অন্তু, নার্গিস, মানিক, শাওন, সুমাইয়া আফরোজ, আবুল কালাম আজাদ,তিথি, রাকিব, সোহান, চুমকি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পথচারীদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ

আপলোড টাইম : ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

আলমডাঙ্গায় তীব্র গরমে স্বস্তি দিতে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের উদ্যোগে পথচারীদের মাঝে বোতলজাত পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আলমডাঙ্গা হাইরোডে আলিফ উদ্দিন মোড়ে পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া তিন  শতাধিক মানুষের এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি নিজ হাতে পথচারীদের মাঝে স্যালাইন, শরবত ও পানির বোতল বিতরণ করেন। এসময় তিনি বলেন, বর্তমানে প্রচণ্ড গরমে মানব জীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম বিনা মূল্যে স্যালাইন, শরবত ও পানির বোতল বিতরণের ব্যবস্থা করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম আগামীতে যেন আরও সুন্দর সুন্দর এই ধরনের সেবা মূলক কাজ করে।

এসময় খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ চলমান থাকবে। শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, সমগ্র খুলনা বিভাগের ১০টি জেলায় এই ধরণের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম মাগুরা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, চুয়াডাঙ্গা জেলা যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, প্রচার সম্পাদক নোমান, যুব ফোরামের সদস্য পার্থিব, অন্তু, নার্গিস, মানিক, শাওন, সুমাইয়া আফরোজ, আবুল কালাম আজাদ,তিথি, রাকিব, সোহান, চুমকি প্রমুখ।