ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠানের শেষ দিনে ভক্তদের পদচারণায় মুখরিত ছিল। জানা গেছে, কুষ্টিয়ার বৃত্তিপাড়ার মৃত খোদা বক্স শেখের ছোট ছেলে মাহাতাব ফকির রাজশাহীর পুঠিয়ার মুছা শাহের নিকট ১২ বছর আগে শিষ্যত্ব গ্রহণ করেন। গতকাল তার বেশ নেওয়ার ৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ৫তম খিলাফত দিবস উপলক্ষে সাধুসঙ্গের উদ্বোধন করা হয়। প্রতি বছরের ন্যায় ৮ ও ৯ ডিসেম্বর ২ দিনের এ অনুষ্ঠানে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ফকিরের আস্তানায়।

বিকেলে ভাজা-মুড়ি ও চা সেবা, রাত ৮টার দিকে স্থানীয় সুধীজন ও শিল্পীরা লালন সঙ্গীতসহ ৫ ঘরের ৫টি গান করেছেন। এছাড়া এখানে রাতে গান শেষে অধিবাস হয়েছে। সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে ভাঙে দুদিনের এ সাধুর সাধ বাজার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়া ফকিরানী, মায়া ফকিরানী, হাকিম ফকির, শহিদুল ফকির, মোজাফফর ফকির, ফিরোজ ফকির, জাহিদ ফকির, নিকবার ফকির, মোহন ফকির, আবু ফকির, ইসমাইল ফকির, বাচ্চু ফকির, মনোয়ারা ফকিরানী, শুশিল ওরফে খলশে ফকিরসহ অসংখ্য ভক্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৩:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠানের শেষ দিনে ভক্তদের পদচারণায় মুখরিত ছিল। জানা গেছে, কুষ্টিয়ার বৃত্তিপাড়ার মৃত খোদা বক্স শেখের ছোট ছেলে মাহাতাব ফকির রাজশাহীর পুঠিয়ার মুছা শাহের নিকট ১২ বছর আগে শিষ্যত্ব গ্রহণ করেন। গতকাল তার বেশ নেওয়ার ৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ৫তম খিলাফত দিবস উপলক্ষে সাধুসঙ্গের উদ্বোধন করা হয়। প্রতি বছরের ন্যায় ৮ ও ৯ ডিসেম্বর ২ দিনের এ অনুষ্ঠানে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ফকিরের আস্তানায়।

বিকেলে ভাজা-মুড়ি ও চা সেবা, রাত ৮টার দিকে স্থানীয় সুধীজন ও শিল্পীরা লালন সঙ্গীতসহ ৫ ঘরের ৫টি গান করেছেন। এছাড়া এখানে রাতে গান শেষে অধিবাস হয়েছে। সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে ভাঙে দুদিনের এ সাধুর সাধ বাজার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়া ফকিরানী, মায়া ফকিরানী, হাকিম ফকির, শহিদুল ফকির, মোজাফফর ফকির, ফিরোজ ফকির, জাহিদ ফকির, নিকবার ফকির, মোহন ফকির, আবু ফকির, ইসমাইল ফকির, বাচ্চু ফকির, মনোয়ারা ফকিরানী, শুশিল ওরফে খলশে ফকিরসহ অসংখ্য ভক্ত।