ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বধ্যভূমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতার জনক, তিনি একটি ভূখণ্ড, একটি পতাকা দিয়েছেন। ভগ্ন দেশকে ঢেলে সাজিয়েছিলেন। দেশের মানুষের উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি মরে গেলে লাশটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। মুক্তিযুদ্ধের পূর্ব থেকে তিনি এ দেশের উন্নয়নের জন্য চিন্তা করতেন। কৃষক, শ্রমিক, কামার, জেলে, তাঁতী সকলের জন্য সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেতেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তার স্বপ্নপূরণ করতে পারেননি। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছেন। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধ চলাকালে এই অঞ্চলের মানুষের ওপর যে নির্যাতন, গণহত্যা চালিয়েছিল, আলমডাঙ্গা বধ্যভূমি সেই ইতিহাসকে তুলে ধরেছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে বধ্যভূমিটির গুরুত্ব অনেক। আপনারা বধ্যভূমিটি সকলের এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন। এটি আপনাদেরই দায়িত্ব। বধ্যভূমির নির্মাণাধীন পার্কের কাজ দ্রুত শেষ করা হবে। এসময় এমপি আলমডাঙ্গা উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প ও উপজেলা শিক্ষা সপ্তাহ পালন বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মনজুর রহমান জাণ্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বধ্যভূমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতার জনক, তিনি একটি ভূখণ্ড, একটি পতাকা দিয়েছেন। ভগ্ন দেশকে ঢেলে সাজিয়েছিলেন। দেশের মানুষের উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি মরে গেলে লাশটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। মুক্তিযুদ্ধের পূর্ব থেকে তিনি এ দেশের উন্নয়নের জন্য চিন্তা করতেন। কৃষক, শ্রমিক, কামার, জেলে, তাঁতী সকলের জন্য সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেতেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তার স্বপ্নপূরণ করতে পারেননি। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছেন। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধ চলাকালে এই অঞ্চলের মানুষের ওপর যে নির্যাতন, গণহত্যা চালিয়েছিল, আলমডাঙ্গা বধ্যভূমি সেই ইতিহাসকে তুলে ধরেছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে বধ্যভূমিটির গুরুত্ব অনেক। আপনারা বধ্যভূমিটি সকলের এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন। এটি আপনাদেরই দায়িত্ব। বধ্যভূমির নির্মাণাধীন পার্কের কাজ দ্রুত শেষ করা হবে। এসময় এমপি আলমডাঙ্গা উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প ও উপজেলা শিক্ষা সপ্তাহ পালন বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মনজুর রহমান জাণ্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ।