ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় চোরাই স্বর্ণালঙ্কারসহ চোর ও ব্যবসায়ী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে চুরির অভিযোগে করা মামলায় চোরাই মালামালসহ রবিরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তার বাড়িতে চুরির ঘটনায় আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা করেন। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশে গোয়েন্দা পুলিশ মেহেরপুরের গাংনী থানায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ রবিরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি মেহেরপুরের কালীগাংনী গ্রামের জুল্লুর রহমানের ছেলে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত বুধবার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কেউ না থাকার বিষয়ে জানতে পেরে রবিরুল ইসলাম বাড়ির তালা ভেঙে বিভিন্ন ঘর থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। গত রোববার জাহাঙ্গীর হোসেন এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেহেরপুর সদর ও গাংনীতে অভিযান চালিয়ে রবিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রবিরুল ইসলাম মেহেরপুর জেলা পরিষদ মার্কেটে আলিফ জুয়েলার্সে স্বর্ণালঙ্কারগুলো বিক্রি করেছে বলে স্বীকার করে। পরে আলিফ জুয়েলার্সের মালিক আজিমের নিকট থেকে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। চোরাই স্বর্ণালঙ্কার কেনার অপরাধে তাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবিরুল ও আজিমকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় চোরাই স্বর্ণালঙ্কারসহ চোর ও ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:২১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে চুরির অভিযোগে করা মামলায় চোরাই মালামালসহ রবিরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তার বাড়িতে চুরির ঘটনায় আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা করেন। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশে গোয়েন্দা পুলিশ মেহেরপুরের গাংনী থানায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ রবিরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি মেহেরপুরের কালীগাংনী গ্রামের জুল্লুর রহমানের ছেলে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত বুধবার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কেউ না থাকার বিষয়ে জানতে পেরে রবিরুল ইসলাম বাড়ির তালা ভেঙে বিভিন্ন ঘর থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। গত রোববার জাহাঙ্গীর হোসেন এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেহেরপুর সদর ও গাংনীতে অভিযান চালিয়ে রবিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রবিরুল ইসলাম মেহেরপুর জেলা পরিষদ মার্কেটে আলিফ জুয়েলার্সে স্বর্ণালঙ্কারগুলো বিক্রি করেছে বলে স্বীকার করে। পরে আলিফ জুয়েলার্সের মালিক আজিমের নিকট থেকে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। চোরাই স্বর্ণালঙ্কার কেনার অপরাধে তাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবিরুল ও আজিমকে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।