ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২২/২৩ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়নের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি উর্বরশীল। এই মাটিতে যেসব কৃষক কাজ করেন, তারা সত্যিকারের খাঁটি মানুষ। তারা সৎভাবে রোজগার করে। জাতির পিতা বলেছিলন, আপনাদের বলি আমার পা-ফাটা কৃষক, শ্রমিক, কামার-কুমার যদি আপনাদের অফিসে যায়, তাহলে তাদের উপকার না করতে পারলেও খারাপ আচরণ করবেন না। কারণ ওদের ট্যক্সের টাকায় আপনাদের বেতন হয়। আজ তিনি নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, প্রেসক্লাবের সভাপতি খন্দকার সাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা ও অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন। কৃষকদের মধ্যে বক্তব্য দেন খাদিমপুরের কৃষক জহির উদ্দিন জোয়ার্দ্দার।

কৃষি মেলায় মোট ১৬টি স্টল ছিল। প্রত্যেক স্টলের মালিকদের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়া কৃষি পণ্য সরবরাহকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মেলায় শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেয়েছে আইএফএমসি। অনুষ্ঠান উপস্থাপনা করেন আহসানুল হক শাহিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০১:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২২/২৩ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়নের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি উর্বরশীল। এই মাটিতে যেসব কৃষক কাজ করেন, তারা সত্যিকারের খাঁটি মানুষ। তারা সৎভাবে রোজগার করে। জাতির পিতা বলেছিলন, আপনাদের বলি আমার পা-ফাটা কৃষক, শ্রমিক, কামার-কুমার যদি আপনাদের অফিসে যায়, তাহলে তাদের উপকার না করতে পারলেও খারাপ আচরণ করবেন না। কারণ ওদের ট্যক্সের টাকায় আপনাদের বেতন হয়। আজ তিনি নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, প্রেসক্লাবের সভাপতি খন্দকার সাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা ও অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন। কৃষকদের মধ্যে বক্তব্য দেন খাদিমপুরের কৃষক জহির উদ্দিন জোয়ার্দ্দার।

কৃষি মেলায় মোট ১৬টি স্টল ছিল। প্রত্যেক স্টলের মালিকদের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়া কৃষি পণ্য সরবরাহকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মেলায় শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেয়েছে আইএফএমসি। অনুষ্ঠান উপস্থাপনা করেন আহসানুল হক শাহিন।