ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ইউএনও রনি আলম নূরের বিদায় সংবর্ধনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রনি আলম নূর যোগদানের পর থেকে সকলকে নিয়ে একসাথে কাজ করেছেন। দুই বছরের অধিক সময় তিনি আলমডাঙ্গা উপজেলায় চাকরি করেছেন, এই জনপদের সকলের কাছে প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। আমার দেখা মতে, একজন ভালো কর্মকর্তার মধ্যে যে যে গুণ থাকা দরকার, তার সবই ছিল রনি আলম নূরের মধ্যে। তিনি যেখানেই যাক, আলমডাঙ্গাবাসীর কথা তাঁর মনে থাকবে বলে আমি আশা করি।’

সভায় বিদায়ী ইউএনও রনি আলম নূর বলেন, ‘ভালো থাকুক আলমডাঙ্গা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়ত কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক, আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। এছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশিকুর রহমান ওল্টু, নজরুল ইসলাম, তবারক হোসেন, অ্যাড. শেখ আসাবুল হক মিকা, তরিকুল ইসলাম, বিপ্লব, সাহিনুর রহমান, মুন্সি ইবাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরাওয়ার্দি, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও রনি আলম নূরকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও মন্ডল খেলা ঘরের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালে আলমডাঙ্গায় ইউএনও হিসেবে যোগদান করেন রনি আলম নূর। এর আগেও তিনি বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ইউএনও রনি আলম নূরের বিদায় সংবর্ধনা

আপলোড টাইম : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রনি আলম নূর যোগদানের পর থেকে সকলকে নিয়ে একসাথে কাজ করেছেন। দুই বছরের অধিক সময় তিনি আলমডাঙ্গা উপজেলায় চাকরি করেছেন, এই জনপদের সকলের কাছে প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। আমার দেখা মতে, একজন ভালো কর্মকর্তার মধ্যে যে যে গুণ থাকা দরকার, তার সবই ছিল রনি আলম নূরের মধ্যে। তিনি যেখানেই যাক, আলমডাঙ্গাবাসীর কথা তাঁর মনে থাকবে বলে আমি আশা করি।’

সভায় বিদায়ী ইউএনও রনি আলম নূর বলেন, ‘ভালো থাকুক আলমডাঙ্গা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়ত কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক, আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। এছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশিকুর রহমান ওল্টু, নজরুল ইসলাম, তবারক হোসেন, অ্যাড. শেখ আসাবুল হক মিকা, তরিকুল ইসলাম, বিপ্লব, সাহিনুর রহমান, মুন্সি ইবাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরাওয়ার্দি, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও রনি আলম নূরকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও মন্ডল খেলা ঘরের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালে আলমডাঙ্গায় ইউএনও হিসেবে যোগদান করেন রনি আলম নূর। এর আগেও তিনি বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।