ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলডাঙ্গায় মাদকসহ গুলশান পাড়ার এসিড আলম আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নুর আলম ওরফে এসিড আলমকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড় থেকে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটক এসিড আলম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ার মৃত বছির মিয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে এসিড আলমকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এসিড আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ জানান, এসিড আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এর আগেও একাধিকবার তাকে আটক করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা পেলে এ জেলা থেকে মাদকের নাম মুছে দিতে আমরা বদ্ধ পরিকর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলডাঙ্গায় মাদকসহ গুলশান পাড়ার এসিড আলম আটক

আপলোড টাইম : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি নুর আলম ওরফে এসিড আলমকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড় থেকে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটক এসিড আলম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ার মৃত বছির মিয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে এসিড আলমকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮৮ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এসিড আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ জানান, এসিড আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এর আগেও একাধিকবার তাকে আটক করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কান্তপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা পেলে এ জেলা থেকে মাদকের নাম মুছে দিতে আমরা বদ্ধ পরিকর।