ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আম কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাচা-ভাতিজা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাউসপুরের চাচা-ভাতিজা রাজশাহী আম কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পাবনার বনপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চাচা আলমসাধু চালক মণ্টু নিহত হন। আহত অবস্থায় ভাতিজা শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করে।

নিহতদের পরিবারিক সূত্রে জানা যায়, আলমডাঙ্গার হাউসপুর গ্রামের ফল ব্যবসায়ী মৃত নবিছদ্দিনের ছেলে মণ্টু ও তাঁর ভাতিজা হান্নানের ছেলে শাহিন গতকাল সোমবার সকালে রাজশাহী আম কেনার উদ্দেশে আলমসাধুযোগে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পাবনা জেলার বনপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মণ্টু নিহত হন। ভাতিজা শাহিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহতের ঘটনায় হাউসপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার সন্ধ্যায় চাচা-ভাতিজার লাশবাহী গাড়ি নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। পাবনার সদর থানার পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে ট্রাক-আলমসাধু দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ট্রাক আটক করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আম কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাচা-ভাতিজা

আপলোড টাইম : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাউসপুরের চাচা-ভাতিজা রাজশাহী আম কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পাবনার বনপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চাচা আলমসাধু চালক মণ্টু নিহত হন। আহত অবস্থায় ভাতিজা শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করে।

নিহতদের পরিবারিক সূত্রে জানা যায়, আলমডাঙ্গার হাউসপুর গ্রামের ফল ব্যবসায়ী মৃত নবিছদ্দিনের ছেলে মণ্টু ও তাঁর ভাতিজা হান্নানের ছেলে শাহিন গতকাল সোমবার সকালে রাজশাহী আম কেনার উদ্দেশে আলমসাধুযোগে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পাবনা জেলার বনপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মণ্টু নিহত হন। ভাতিজা শাহিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহতের ঘটনায় হাউসপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার সন্ধ্যায় চাচা-ভাতিজার লাশবাহী গাড়ি নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। পাবনার সদর থানার পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে ট্রাক-আলমসাধু দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ট্রাক আটক করা হয়েছে।