ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আবারও ডুগডুগি গ্রামে চুরি, আতঙ্কে গ্রামবাসী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: আবারও দামুড়হুদার ডুগডুগি গ্রামের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি আতঙ্কে ঘুমাতে পারছে না ডুগডুগিসহ আশপাশের গ্রামবাসী। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকাবাসী। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাতে আবারও দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ডুগডুগি গ্রামের কলপাড়ার কালামের বাড়ি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, বৈদ্যুতিক মোটর, শাহাজানের বাড়ি থেকে একটি ভাতভর্তি রাইস কুকার, ৫টি শাড়ি, ৫টি লুঙ্গি ও ইমদাদুলের বাড়ি থেকে ২টি লুঙ্গি, ২টি গাবলা চুরি করে নিয়ে যায় চোরেরা। ডুগডুগি গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই গ্রামবাসীসহ আশপাশের গ্রামবাসী। গত তিন দিনের ব্যবধানে একই গ্রামে দুইবার চুরির ঘটনা ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। তবে পূর্বের চুরির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকেই আইনের আওতায় নিতে না পারায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন বিভিন্ন মহল।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই এলাকায় কিছু ছিঁচকে চোর বা নেশায় আসক্তরা ওই চুরির ঘটনার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। তবে ওই চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে আমরা কাজ শুরু করেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আবারও ডুগডুগি গ্রামে চুরি, আতঙ্কে গ্রামবাসী

আপলোড টাইম : ০৮:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: আবারও দামুড়হুদার ডুগডুগি গ্রামের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি আতঙ্কে ঘুমাতে পারছে না ডুগডুগিসহ আশপাশের গ্রামবাসী। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকাবাসী। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাতে আবারও দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ডুগডুগি গ্রামের কলপাড়ার কালামের বাড়ি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, বৈদ্যুতিক মোটর, শাহাজানের বাড়ি থেকে একটি ভাতভর্তি রাইস কুকার, ৫টি শাড়ি, ৫টি লুঙ্গি ও ইমদাদুলের বাড়ি থেকে ২টি লুঙ্গি, ২টি গাবলা চুরি করে নিয়ে যায় চোরেরা। ডুগডুগি গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই গ্রামবাসীসহ আশপাশের গ্রামবাসী। গত তিন দিনের ব্যবধানে একই গ্রামে দুইবার চুরির ঘটনা ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। তবে পূর্বের চুরির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকেই আইনের আওতায় নিতে না পারায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন বিভিন্ন মহল।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই এলাকায় কিছু ছিঁচকে চোর বা নেশায় আসক্তরা ওই চুরির ঘটনার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। তবে ওই চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে আমরা কাজ শুরু করেছি।’