ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: একদল লাঠি খেলোয়ারদের উদ্যোগে জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভিন্ন ভিন্ন সময়ে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙয়ের পোশাক পরিহিত লাঠি খেলোয়ারেরা মুখে রং মেখে ঢং সেজে  ঢাক-ঢোল ও কাঁসার বাদ্য-বাজনার তালে-তালে নেচে গেঁয়ে আনন্দে মাতিয়ে তোলেন লাঠি খেলার গ্রামীণ পরিবেশ। এসময় একদল লাঠে খেলোয়ারা বিভিন্ন রকমের খেলা যেমনঃ রথ খেলা, রন খেলা, ডাকাত খেলা, ছড়, ২-৪ লাঠি খেলা, মাঠিতে মাথাপোতা, হ্যারিকেন খেলা ইত্যাদি প্রর্দশন করেন। উক্ত লাঠে খেলাটি উপভোগ করেন শত-শত প্রবীণ, নবীন নারী-পুরুষ, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ। এ খেলায় দলপতি হিসেবে প্রবীণ খেলোয়ার রবজেল ও নাজের আলীর নেতৃত্বে খবির, মমিন, কাজী, পুটুক, মোক্তার, রিন্টু, আরিফ, দরুদ, আতিয়ার, মমিন-২সহ স্থানীয় আরো অনেকে অংশগ্রহণ করেন। এসময় ঢোল বাঁজিয়ে ঢুলিতে সহযোগিতা করেন নরেন কুমার, কাঁসা বাদক বুদো।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: একদল লাঠি খেলোয়ারদের উদ্যোগে জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভিন্ন ভিন্ন সময়ে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙয়ের পোশাক পরিহিত লাঠি খেলোয়ারেরা মুখে রং মেখে ঢং সেজে  ঢাক-ঢোল ও কাঁসার বাদ্য-বাজনার তালে-তালে নেচে গেঁয়ে আনন্দে মাতিয়ে তোলেন লাঠি খেলার গ্রামীণ পরিবেশ। এসময় একদল লাঠে খেলোয়ারা বিভিন্ন রকমের খেলা যেমনঃ রথ খেলা, রন খেলা, ডাকাত খেলা, ছড়, ২-৪ লাঠি খেলা, মাঠিতে মাথাপোতা, হ্যারিকেন খেলা ইত্যাদি প্রর্দশন করেন। উক্ত লাঠে খেলাটি উপভোগ করেন শত-শত প্রবীণ, নবীন নারী-পুরুষ, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ। এ খেলায় দলপতি হিসেবে প্রবীণ খেলোয়ার রবজেল ও নাজের আলীর নেতৃত্বে খবির, মমিন, কাজী, পুটুক, মোক্তার, রিন্টু, আরিফ, দরুদ, আতিয়ার, মমিন-২সহ স্থানীয় আরো অনেকে অংশগ্রহণ করেন। এসময় ঢোল বাঁজিয়ে ঢুলিতে সহযোগিতা করেন নরেন কুমার, কাঁসা বাদক বুদো।