ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আত্মবিশ্বাসের উদ্যোগে ঈদ উপহার বিতরণকালে ইউএনও শামীম ভূঁইয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাসের বাস্তবায়নে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বিশ্বাস বাড়িতে নতুন বস্ত্র বিতরণ করা হয়। আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া বলেন, ‘মানবতার কাজে থাকার জন্য আত্মবিশ্বাসকে ধন্যবাদ। আত্মবিশ্বাস শীতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি সকল ভালো কাজের সাথে আছে। আমি আত্মবিশ্বাসের বেশ কয়েকটি আয়োজনে থাকতে পেরেছি। আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি, এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আত্মবিশ্বাস কাজ করছে। আমরা আত্মবিশ্বাসের জন্য দোয়া করব।’

সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা অতীতেও আমাদেরকে দেখেছেন। আমরা জেলাব্যাপী মানুষের পাশে আছি। আত্মবিশ্বাস গরিব-দুঃখী মানুষের পাশে আগেও ছিল। এখনও আছে। সামনের দিকেও থাকবে। এ অঞ্চল তথা দেশের মধ্যে আত্মবিশ্বাস সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের ভূমিকা আছে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, আত্মবিশ্বাস মানুষের পাশে থাকে সবসময়। আত্মবিশ্বাস সংস্থা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি প্রতিবছর শীতেই শীতবস্ত্র বিতরণ করে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে আত্মবিশ্বাস। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের কোষাধ্যক্ষ ইকতিয়ার উদ্দীন রানা, সংস্থার পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আত্মবিশ্বাসের উদ্যোগে ঈদ উপহার বিতরণকালে ইউএনও শামীম ভূঁইয়া

আপলোড টাইম : ০৫:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাসের বাস্তবায়নে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বিশ্বাস বাড়িতে নতুন বস্ত্র বিতরণ করা হয়। আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া বলেন, ‘মানবতার কাজে থাকার জন্য আত্মবিশ্বাসকে ধন্যবাদ। আত্মবিশ্বাস শীতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি সকল ভালো কাজের সাথে আছে। আমি আত্মবিশ্বাসের বেশ কয়েকটি আয়োজনে থাকতে পেরেছি। আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি, এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আত্মবিশ্বাস কাজ করছে। আমরা আত্মবিশ্বাসের জন্য দোয়া করব।’

সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা অতীতেও আমাদেরকে দেখেছেন। আমরা জেলাব্যাপী মানুষের পাশে আছি। আত্মবিশ্বাস গরিব-দুঃখী মানুষের পাশে আগেও ছিল। এখনও আছে। সামনের দিকেও থাকবে। এ অঞ্চল তথা দেশের মধ্যে আত্মবিশ্বাস সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের ভূমিকা আছে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, আত্মবিশ্বাস মানুষের পাশে থাকে সবসময়। আত্মবিশ্বাস সংস্থা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি প্রতিবছর শীতেই শীতবস্ত্র বিতরণ করে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে আত্মবিশ্বাস। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের কোষাধ্যক্ষ ইকতিয়ার উদ্দীন রানা, সংস্থার পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার প্রমুখ।