ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়াতে চাই। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ।’ এসময় তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসাভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস, সুলতান আহমেদ বাবু, টুটুল, তুহিন, মিনারসহ স্থানীয় এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড টাইম : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আঞ্জুমান মফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়াতে চাই। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ।’ এসময় তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসাভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস, সুলতান আহমেদ বাবু, টুটুল, তুহিন, মিনারসহ স্থানীয় এলাকাবাসী।