ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আজ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে জীবননগর ডিগ্রি কলেজ ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজ। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে জীবননগর ডিগ্রি কলেজ ২-১ গোলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ওদুদ শাহ কলেজ ৩-১ গোলে জীবননগর আন্দুলবাড়ীয়া কলেজকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উন্নীত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের দুটি ম্যাচেই নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
সেমিফাইনালে শক্তিশালী খাসকররা কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হওয়ায় জীবননগর ডিগ্রি কলেজের কোচ সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া জীবননগর ডিগ্রি কলেজের টিম ম্যানেজার ছিলেন সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, সদস্যসচিব প্রভাষক আমিনুল ইসলাম তারেক, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, মো. শাহিনুর ইসলাম এবং সহকারী কোচ সাইদুর রহমান।
এছাড়া গতকাল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের জমকালো এ ফুটবল আয়োজনে গতকাল মাঠে উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ডিএফ-এর কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, তরিকুল ইসলাম তরু, ম্যাচ কমিশনার শফিকুল ইসলাম মালেক, ছোট মিলন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানাসহ জেলা ফুটবল দলের সাবেক ও বর্তমান ফুটবলার এবং ফুটবল সংগঠকগণ।
গতকালের ম্যাচ দুটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। খেলার ধারা বিবরণ দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। আজ একই মাঠে বিকেল পাঁচটায় জমকালো ফাইনালে মুখোমুখি হবে জীবননগর ডিগ্রি কলেজ ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ। ফাইনাল খেলা শেষে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ সম্পন্ন হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আজ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আপলোড টাইম : ০৯:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে জীবননগর ডিগ্রি কলেজ ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজ। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে জীবননগর ডিগ্রি কলেজ ২-১ গোলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ওদুদ শাহ কলেজ ৩-১ গোলে জীবননগর আন্দুলবাড়ীয়া কলেজকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উন্নীত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের দুটি ম্যাচেই নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
সেমিফাইনালে শক্তিশালী খাসকররা কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হওয়ায় জীবননগর ডিগ্রি কলেজের কোচ সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া জীবননগর ডিগ্রি কলেজের টিম ম্যানেজার ছিলেন সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, সদস্যসচিব প্রভাষক আমিনুল ইসলাম তারেক, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, মো. শাহিনুর ইসলাম এবং সহকারী কোচ সাইদুর রহমান।
এছাড়া গতকাল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের জমকালো এ ফুটবল আয়োজনে গতকাল মাঠে উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ডিএফ-এর কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, তরিকুল ইসলাম তরু, ম্যাচ কমিশনার শফিকুল ইসলাম মালেক, ছোট মিলন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানাসহ জেলা ফুটবল দলের সাবেক ও বর্তমান ফুটবলার এবং ফুটবল সংগঠকগণ।
গতকালের ম্যাচ দুটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। খেলার ধারা বিবরণ দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। আজ একই মাঠে বিকেল পাঁচটায় জমকালো ফাইনালে মুখোমুখি হবে জীবননগর ডিগ্রি কলেজ ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ। ফাইনাল খেলা শেষে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ সম্পন্ন হবে।