ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

অসুস্থ শরীরে অফিস করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান কামাল উদ্দিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

বাম কাধের শিরার সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও বাড়িতে শুয়ে থেকে নিজে সেবা না নিয়ে ইউনিয়নবাসীর সেবা দেওয়ার জন্য ব্যস্ত চেয়ারম্যান চৌকিতে বসেই হাসিমুখে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে চলেছেন। এতে প্রশংসায় ভাসছেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে হঠাৎ করে চেয়ারম্যানের বাম কাধে অসহ্য যন্ত্রণা শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে পরদিন ১৩ ফেব্রুয়ারি রোববার তিনি চুয়াডাঙ্গায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান চিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়ে ১৪ দিন বেড রেস্টে থাকার পরামর্শ দেন। এরই মধ্যে সাত দিন না পেরুতেই বিছানা ছেড়ে অফিসে এসে দায়িত্ব পালন করা শুরু করেন। যন্ত্রণায় কাতর থেকেও ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে ভুলে যাননি তিনি। বাড়িতে শুয়ে থেকে ও অফিসে যোগাযোগ করে সব বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন মুঠোফোনে। সর্বশেষ গত বৃহস্পতিবারও (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলেন তিনি। এমতাবস্থায় তিনি রোগমুক্তির জন্য কুড়ুলগাছি ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ‘আমি সবসময় ইউনিয়নবাসীর খেদমতে ব্যস্ত থাকতে চাই। আপনারা আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুুস্থ হয়ে আপনাদের খেদমত করতে পারি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অসুস্থ শরীরে অফিস করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান কামাল উদ্দিন

আপলোড টাইম : ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

বাম কাধের শিরার সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও বাড়িতে শুয়ে থেকে নিজে সেবা না নিয়ে ইউনিয়নবাসীর সেবা দেওয়ার জন্য ব্যস্ত চেয়ারম্যান চৌকিতে বসেই হাসিমুখে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে চলেছেন। এতে প্রশংসায় ভাসছেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে হঠাৎ করে চেয়ারম্যানের বাম কাধে অসহ্য যন্ত্রণা শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে পরদিন ১৩ ফেব্রুয়ারি রোববার তিনি চুয়াডাঙ্গায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান চিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়ে ১৪ দিন বেড রেস্টে থাকার পরামর্শ দেন। এরই মধ্যে সাত দিন না পেরুতেই বিছানা ছেড়ে অফিসে এসে দায়িত্ব পালন করা শুরু করেন। যন্ত্রণায় কাতর থেকেও ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে ভুলে যাননি তিনি। বাড়িতে শুয়ে থেকে ও অফিসে যোগাযোগ করে সব বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন মুঠোফোনে। সর্বশেষ গত বৃহস্পতিবারও (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলেন তিনি। এমতাবস্থায় তিনি রোগমুক্তির জন্য কুড়ুলগাছি ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ‘আমি সবসময় ইউনিয়নবাসীর খেদমতে ব্যস্ত থাকতে চাই। আপনারা আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুুস্থ হয়ে আপনাদের খেদমত করতে পারি।’