ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

অবৈধভাবে মাটিকাটার খবরে ঝাজরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাজরী গ্রামে পুকুর খননের নামে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাটিকাটার সরঞ্জামাদি জব্দ করেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটিকাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভেকু মেশিন ও একটি ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের মৃত হাজী রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম পারঘাটাপাড়ার একটি পুকুর থেকে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করেছিলেন। অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানের খবর পেয়ে মাটিকাটার ভেকু মেশিন ও ট্রাক্টর রেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে অভিযুক্তরা। এসময় কাউকে না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মাজারুল ইসলাম মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী, একবক্স রেঞ্জ, হাইড্রোলিক পাইপ ও ট্রাক্টরের ব্যাটারী, হেড লাইট সেট, দুইটা সাইড কভার ও চাবি জব্দ করেন।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটিকাটা বন্ধে বদ্ধপরিকর। অবৈধভাবে মাটিকাটা রোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অবৈধভাবে মাটিকাটার খবরে ঝাজরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড টাইম : ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাজরী গ্রামে পুকুর খননের নামে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাটিকাটার সরঞ্জামাদি জব্দ করেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটিকাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভেকু মেশিন ও একটি ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের মৃত হাজী রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম পারঘাটাপাড়ার একটি পুকুর থেকে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করেছিলেন। অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানের খবর পেয়ে মাটিকাটার ভেকু মেশিন ও ট্রাক্টর রেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে অভিযুক্তরা। এসময় কাউকে না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মাজারুল ইসলাম মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী, একবক্স রেঞ্জ, হাইড্রোলিক পাইপ ও ট্রাক্টরের ব্যাটারী, হেড লাইট সেট, দুইটা সাইড কভার ও চাবি জব্দ করেন।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটিকাটা বন্ধে বদ্ধপরিকর। অবৈধভাবে মাটিকাটা রোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’