ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনায় আশা এনজিও অফিসে ঋণ না দেওয়ায় ঋণ গ্রহীতার কাণ্ড

অফিসের পিয়নকে মারপিট, থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনার ঘুঘুডাঙ্গা আশা অফিসে ঋণ নেওয়ার বিষয়কে কেন্দ্র করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে আশা সংস্থার কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এতে আসামি করা হয়েছে দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের হাশেম আলীর ছেলে দুই রিণ্টু মিয়া (৩৫) ও মো. রায়হান (৪০) এবং মৃত্য আব্দুল আজিজ শেখের ছেলে হাশেম আলীকে (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে আশা অফিসে হাশেম আলী ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ঋণ নিতে আসেন। এসময় তাদের কাগজপত্র ঠিক না থাকায় ম্যানেজার আগামী ১২ তারিখ কাগজপত্র ঠিক করে নিয়ে আসতে বলেন। এক সপ্তাহ পরে ঋণ নেওয়ার কথা বলতেই রিণ্টু মিয়া ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় অফিসের পিয়ন হাসান আলী তাদের অফিসের বাইরে বের করে দেন। এর কিছুক্ষণ পর আসামি ৩ জনসহ অজ্ঞাত আরও ২-৩ জন এসে হাসান আলীকে এলোপাতাড়ি মারপিট করেন। এছাড়া বিভিন্ন হুমকি-ধমকি ও ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় সংস্থার ম্যানেজার মোশারফ হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় আশা এনজিও অফিসে ঋণ না দেওয়ায় ঋণ গ্রহীতার কাণ্ড

অফিসের পিয়নকে মারপিট, থানায় অভিযোগ

আপলোড টাইম : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

দর্শনা অফিস:
দর্শনার ঘুঘুডাঙ্গা আশা অফিসে ঋণ নেওয়ার বিষয়কে কেন্দ্র করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে আশা সংস্থার কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এতে আসামি করা হয়েছে দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের হাশেম আলীর ছেলে দুই রিণ্টু মিয়া (৩৫) ও মো. রায়হান (৪০) এবং মৃত্য আব্দুল আজিজ শেখের ছেলে হাশেম আলীকে (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে আশা অফিসে হাশেম আলী ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ঋণ নিতে আসেন। এসময় তাদের কাগজপত্র ঠিক না থাকায় ম্যানেজার আগামী ১২ তারিখ কাগজপত্র ঠিক করে নিয়ে আসতে বলেন। এক সপ্তাহ পরে ঋণ নেওয়ার কথা বলতেই রিণ্টু মিয়া ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় অফিসের পিয়ন হাসান আলী তাদের অফিসের বাইরে বের করে দেন। এর কিছুক্ষণ পর আসামি ৩ জনসহ অজ্ঞাত আরও ২-৩ জন এসে হাসান আলীকে এলোপাতাড়ি মারপিট করেন। এছাড়া বিভিন্ন হুমকি-ধমকি ও ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় সংস্থার ম্যানেজার মোশারফ হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।