ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে প্রকৌশলী মুন্সি জহুরুলের কাণ্ড

নিজের ভাড়া করা লেবারের নামেই থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা ডিস্ট্রিবিউশন হাউজের (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মুন্সি জহুরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহকের নিকট হতে বিভিন্ন অছিলায় অর্থ আদায় ও গ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার বহুল প্রচলিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহকের নিকট হতে বিভিন্ন কারণ দেখিয়ে অর্থ আদায় ও গ্রাহককে লাঞ্ছিত করার বিষয় নিয়ে শহরজুড়ে নানা কানাঘোষা শুরু হয়।

বর্তমান সময়ে বিদ্যুৎতের লুজ কন্টাক্ট কমানোর নামে গ্রাহকের মূল সংযোগে সার্ভিস ক্লাম লাগানোর কথা বলে অফিসের বাইরের নিজস্ব লোকবল দিয়ে গ্রাহক প্রতি ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে নিউজ প্রকাশের পর থেকেই সোস্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে গ্রাহকরা তাদের নিজস্ব প্রোফাইলে ১০০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নেওয়ার পোস্ট করতে দেখা গেছে। এদিকে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন ব্যক্তিসহ আবাসিক প্রকৌশলীর স্ত্রী প্রতিবেদককে হুমকি দেওয়াসহ বিভিন্ন স্থানে দৌঁড়ঝাপ শুরু করেছে। নিজের দুর্নীতি ও অভিযোগ ধামাচাপা দিতে, নিজের ভাড়া করা লেবার নাটোর জেলার লালপুর থানার তেনাচুরা গ্রামের আবুল বাসারের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষি সেচ পাম্প মালিক বলেন, ‘বিল পরিশোধ থাকার পরেও কোনো এক অলৌকিক কারণে আমার পাম্পের লাইন কেটে রেখেছে। আমি যতবারই যাই, আমার সাথে খারাপ আচরণ করে। যে কারণে আমি আর সেচ পাম্প চালাবো না ভেবেছি।’ এ ঘটনায় সচেতন মহল আবাসিক প্রকৌশলীর দুর্নীতির ঘটনায় তার বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলেও অনেকে জানিয়েছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে প্রকৌশলী মুন্সি জহুরুলের কাণ্ড

নিজের ভাড়া করা লেবারের নামেই থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৩:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা ডিস্ট্রিবিউশন হাউজের (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মুন্সি জহুরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহকের নিকট হতে বিভিন্ন অছিলায় অর্থ আদায় ও গ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার বহুল প্রচলিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহকের নিকট হতে বিভিন্ন কারণ দেখিয়ে অর্থ আদায় ও গ্রাহককে লাঞ্ছিত করার বিষয় নিয়ে শহরজুড়ে নানা কানাঘোষা শুরু হয়।

বর্তমান সময়ে বিদ্যুৎতের লুজ কন্টাক্ট কমানোর নামে গ্রাহকের মূল সংযোগে সার্ভিস ক্লাম লাগানোর কথা বলে অফিসের বাইরের নিজস্ব লোকবল দিয়ে গ্রাহক প্রতি ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে নিউজ প্রকাশের পর থেকেই সোস্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে গ্রাহকরা তাদের নিজস্ব প্রোফাইলে ১০০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নেওয়ার পোস্ট করতে দেখা গেছে। এদিকে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন ব্যক্তিসহ আবাসিক প্রকৌশলীর স্ত্রী প্রতিবেদককে হুমকি দেওয়াসহ বিভিন্ন স্থানে দৌঁড়ঝাপ শুরু করেছে। নিজের দুর্নীতি ও অভিযোগ ধামাচাপা দিতে, নিজের ভাড়া করা লেবার নাটোর জেলার লালপুর থানার তেনাচুরা গ্রামের আবুল বাসারের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষি সেচ পাম্প মালিক বলেন, ‘বিল পরিশোধ থাকার পরেও কোনো এক অলৌকিক কারণে আমার পাম্পের লাইন কেটে রেখেছে। আমি যতবারই যাই, আমার সাথে খারাপ আচরণ করে। যে কারণে আমি আর সেচ পাম্প চালাবো না ভেবেছি।’ এ ঘটনায় সচেতন মহল আবাসিক প্রকৌশলীর দুর্নীতির ঘটনায় তার বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলেও অনেকে জানিয়েছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।