ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে নারী সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা

পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে কুপিয়ে জখম

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ১০২ বার পড়া হয়েছে

জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাশে এ ঘটনা ঘটে। জখম মিঠু জীবননগর পৌরসভার ৭ ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মিঠুর সাথে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর কয়েক মিনিট পর বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান বলেন, ‘মিঠু নামের এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বাম হাতের মাংস পেশীতে আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় রেফার্ড করেছি।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, পূর্বের নারী সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে নারী সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা

পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাশে এ ঘটনা ঘটে। জখম মিঠু জীবননগর পৌরসভার ৭ ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মিঠুর সাথে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর কয়েক মিনিট পর বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন রহমান বলেন, ‘মিঠু নামের এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বাম হাতের মাংস পেশীতে আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় রেফার্ড করেছি।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, পূর্বের নারী সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’