ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনায় কেরুর টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় মামলা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ১০৮ বার পড়া হয়েছে

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কেরুজ কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করে।
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৬।
উল্লেখ্য, গত সোমবার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯টি খামার ও ডোঙ্গার কেনকেরিয়ার টেন্ডার ড্রপের দিন ছিল। সকাল থেকেই সহিংসতা এড়াতে কেরুজ কর্তৃপক্ষ দর্শনা থানা পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে মোতায়েন রেখেছিল। তারপরও বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে ২৫-৩০ জন দুর্বৃত্ত জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভাঙচুর করে। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশের এসআই সেকেন্দার, এএসআই আবু হানিফ, এএসআই মারুফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বাক্স উদ্ধার করে। এরই মধ্যে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় কেরুর টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় মামলা

আপলোড টাইম : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কেরুজ কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করে।
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেন্ডার বাক্স ভাঙার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৬।
উল্লেখ্য, গত সোমবার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯টি খামার ও ডোঙ্গার কেনকেরিয়ার টেন্ডার ড্রপের দিন ছিল। সকাল থেকেই সহিংসতা এড়াতে কেরুজ কর্তৃপক্ষ দর্শনা থানা পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে মোতায়েন রেখেছিল। তারপরও বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে ২৫-৩০ জন দুর্বৃত্ত জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভাঙচুর করে। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশের এসআই সেকেন্দার, এএসআই আবু হানিফ, এএসআই মারুফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বাক্স উদ্ধার করে। এরই মধ্যে পালিয়ে যায় দুর্বৃত্তরা।