বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবার বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শংকরচন্দ্র ইউনিয়নবাসী

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০১৮ ইং
এবার বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শংকরচন্দ্র ইউনিয়নবাসী
নিজস্ব প্রতিবেদক: `আমি শপথ করছি, আমি বাল্য বিবাহ করব না/দেব না, বাল্য বিবাহ নিজের বাড়ির কারো দিব না, অন্যের হলে প্রতিরোধ করবো। প্রয়োজনে প্রশাসনকে সহায়তা করব। বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব, বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব, বাল্য বিবাহকে সর্বদা ‘না’ বলব` এই মর্মে শপথ গ্রহণ করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কয়েক শতাধিক শিশু-শিক্ষার্থী, নারী-পুরুষ, বালক-বালিকা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধী সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রঙিন স্কুলে রূপান্তর, উপকরণ বিতরণ ও মিড ডে মিল বিতরণ পরবর্তী এক আয়োজনে এ শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এরআগে সারা দেশে প্রথমবারের মত বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে রেকর্ড সৃষ্টি করেন সে সময়ে দায়িত্বে থাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এরপর থেকে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার শংকরচন্দ্র ইউনিয়নবাসী বাল্য বিবাহ না দেয়া এবং তা বন্ধে ভূমিকা রাখার শপথ নেয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ