সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০১৮ ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের মতিয়ারের ছেলে ওয়ার্ড যুবলীগ নেতা পল্টু (২৮) গতকাল সকাল ৬ টার দিকে মুন্সিগঞ্জ পশুহাট বাজারে একটি চায়ের দোকানে চা পান করার সময় কয়েকজন যুবক তাকে পিটিয়ে আহত করেছে। পল্টু অভিযোগ করে জানাই, পূর্ব শত্রুতার জের ধরে কৃষ্ণপুর গ্রামের আকবারের ছেলে খলিলের নেতৃত্বে কৃষ্ণপুর গ্রামের আলীর ছেলে কারন (৩২), বিপুল (৩৮) ইকারদ্দিনের ছেলে সুজন (৩২), রনি (২২) তাকে হত্যার উদ্দ্যেশে লোহার সাবল, বাশের লাঠি, রাম দা দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।


কমেন্ট বক্স