সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৮ ইং
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক: ইউনেস্কোর বিশ্ব প্রমান্য ঐতিহ্য দলিল স্বীকৃতীপ্রাপ্ত ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দ্দী উদ্যান) দেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কলেজের এফএফ হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক আলোচনা কমিটির আহ্বায়ক খন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে ছিলেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্র চুয়াডাঙ্গা বির্তক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন কলেজের ছাত্র হাবিবুর রহমান, পবিত্র শ্রীমদভগবত গীতা থেকে পাঠ করেন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মেঘনাথ রায়। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মুকছুদুল হক খান চৌধুরি, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আতিয়ার রহমান, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদযাপন কমিটির অন্যতম সদস্য বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবিরসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু