মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কায়েতপাড়া থেকে ৭ জন আটক

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
আলমডাঙ্গার কায়েতপাড়া থেকে ৭ জন আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কায়েতপাড়ার গ্রামে ধান ও ভুট্টাক্ষেত ভেঙে দেয়ার মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ ৭ আসামীকে আটক করেছে। গতকাল তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার কায়েতপাড়ার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির তার নিজ নামীয় জমিতে লাগানো ধান ও ভূট্টা ক্ষেত প্রতিপক্ষরা কেটে দেয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামী কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের দুই ছেলে হাফিজুর রহমান (৪৫) ও ইজাবুল হক (৫৫), একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে ফারুক (৪৫), বজলুর রহমানের স্ত্রী জলি খাতুন (৪০), হাফিজুর রহমানের স্ত্রী শেফালি খাতুন (৩৫), নজরুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন (৩৬) সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুনকে (৪২) গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স