বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৬০ কেজি চাল বরাদ্দ

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৬০ কেজি চাল বরাদ্দ
আলমডাঙ্গার খুদিয়াখালি গ্রামের আবাসনে আগুনে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খদিয়াখালি আবাসন প্রকল্পের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সাহায্যের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিপূর্বে তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে নগদ টাকা দেয়া হয়। জানা গেছে, আলমডাঙ্গার খদিয়াখালি আবাসনে গত ১৭ ফেব্রুয়ারী আগুন লেগে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা ত্রান শাখা থেকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়। সেইসব ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য আলমডাঙ্গা উপজেলা ত্রান শাখার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আক্দুল কাদের সাগরী খাতুন, মোছঃ আরা খাতুন, শামীম, কারণ আলী, বিপুল হোসেন, ফারুক হোসেন, বাবু, চাঁদ আলী, ফাতেমা খাতুন, মাসুদ ও হাফিজুর রহমান। মোট ১২জন কে ৩৬০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ