জীবননগর থেকে ভারতীয় চোরাচালানী আটক করেছে বিজিবি
- আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে পৃথক অভিযান চালিয়ে ১২৫ কেজি ভারতীয় গ্লুকোজ, ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরাম তৈল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে এসকল মালামাল উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার জীবনগর পাকা রাস্তা নামক স্থান হতে ১২৫ কেজি ভারতীয় গ্লুকোজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৫’শ টাকা।
অপরদিকে, একইদিন মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর থেকে ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরাম তৈল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৯’শ টাকা। উদ্ধারকৃত ভারতীয় ১২৫ কেজি গ্লুকোজ, ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরামের সর্বমোট মুল্য ১ লাখ ২৯ হাজার ৪’শ টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স