বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক দূর্ঘটনায় বাপ-ছেলেসহ আহত-৩

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক দূর্ঘটনায় বাপ-ছেলেসহ আহত-৩
আফজালুল হক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় বাপ-ছেলেসহ তিনজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মিঠুন (৩৫) ও তার ছেলে রাতুল (১৩) করিমনযোগে ভালাইপুর মোড়ে আসছিল। ভালাইপুর মোড়ের অদূরে পৌছেলে করিনের এক্সেল ভেঙে বাবা মিঠুন ও তার ছেলে রাতুল রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা দু'জনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপর দিকে, চুয়াডাঙ্গা গড়াইটুপি গ্রামে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভির (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। তাকেও উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। আহত তানভির চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের জামাল হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে তানভির মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। পরে গড়াইটুপি মেলার মাঠের সামনে পৌছেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তানভির গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দূর্ঘটনায় আহত তিনজনের অবস্থায় উন্নতির দিকে।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত