বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। তিতুদহ ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের দু-দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার খাড়াগোদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামের সভাপতিত্বে এবং আড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মদুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজী আশাদুল হক বিশ্বাস। প্রধান অতিথি বলেন- খেলাধুলা শারিরিক উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে যথেষ্ট ভূমিকা রাখে, তাই ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী হোসেন মাষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, নবগঠিত গড়াইটুপি ইউপি কৃষকলীগের সেক্রেটারি সাদেক আলী, কৃষকলীগের সদস্য জামির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লাল মোহাম্মদ, আ,লীগ নেতা আব্দুল হালিম, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভির আহম্মেদ আলো। অনুষ্ঠানে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই লিয়াকত আলীসহ ইউনিয়নের ২০টি স্কুলের প্রধান শিক্ষকসহ ক্রীড়া শিক্ষকগণসহ উপস্থিত ছিলেন প্রমূখ। অনুষ্ঠানে খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি ডা. হাফিজুর রহমানের পরিচালনায় খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি ফুটে ওঠে। সন্ধ্যায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দগণ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. কাদের, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রশিদুল ইসলাম, ইউপি সদস্য আসাদ, শিক্ষক মিজানুর রহমান, জালাল উদ্দিন, আজানবারী, সাইদুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। `` দর্শনা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অংকুর আদর্শ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের পরিচলনা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা শারীরিক ও মানসিকতার বিকাশ ঘটায়। আজ বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যয় আপনাদের শিশুদেরকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করবেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য- হাজী আকমত আলি, একেএম রবিউল আলম। উপস্থাপনা করেন শিক্ষক শফিউল ইসলাম রাজু, শিক্ষিকা সালমা আবেদীন পলি ও সাবিনা পারভীন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ