বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০১৮ ইং
চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত
দামুড়হুদার ভালাইপুর-গোপালপুর সড়কে পাখিভ্যানের নিজস্ব প্রতিবেদক/দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভালাইপুর-গোপালপুর সড়কে সড়কে অবৈধযান পাখিভ্যানের (মোটরচালিত ভ্যান) চাকায় ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত হাসিনা বেগম দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের উত্তরপাড়ার মৃত সুরত আলীর স্ত্রী এবং সদর উপজেলার মাখালডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষিক হাসিবুল ইসলাম ও গোপালপুরের শরীফ ট্রেডার্সের শরীফের মা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকালে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় আসেন হাসিনা বেগম। বিকেলে ডাক্তার দেখিয়ে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে দামুড়হুদার গোপালপুর যাওয়ার পথে ভালাইপুর-গোপালপুরের মধ্যবর্তী স্থানে পাখিভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তার উপরে পড়ে যান হাসিনা বেগম। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক হাসিনা বেগমকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দিকে বিভিন্ন অনলাইন পত্রিকা ও টিভি নিউজে নিহত হাসিনা খাতুন একজন শিক্ষকা বলে প্রকাশ হলেও আনলে তিনি একজন গৃহিনী।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত