শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

থার্টি ফার্স্ট : উদযাপন শুধু ‘চার দেয়ালের ভেতর’

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৭ ইং
থার্টি ফার্স্ট : উদযাপন শুধু ‘চার দেয়ালের ভেতর’
সমীকরণ ডেস্ক: ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে বাড়ির ছাদসহ যে কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার সার্বিক দিক ধরতে গিয়ে এ নিষেধাজ্ঞার কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, `ঢাকা মহানগরীর কোনো উন্মুক্ত স্থানে নাচ, গান, কনসার্টসহ কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেওয়ালের মধ্যে উৎসব আয়োজন করতে পারবেন।` আছাদুজ্জামান বলেন, বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে এবং মাতাল বা বেসামাল অবস্থায় কোনো চালক যেন গাড়ি চালাতে না পারে সেজন্য চালকের অ্যালকোহল টেস্ট করা হবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পর্যাপ্ত ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকের ডিবির টিম, কাউন্টার টেরোরিজম, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমের সদস্য ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা