বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৭ ইং
ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হাজতে সোপর্দ করা হয়। পুলিশসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সাড়ে ৪টার সময় আকুন্দবাড়ীয়া রায়পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম কালুকে (৩৫) তার বসত বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল সন্ধ্যা ৭টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমী মোড়ে অভিযান চালায়। এসময় জনৈক বুদো'র চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৩৮) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রফিকুল ইসলামপাড়ার অনোয়ার হোসেনের ছেলে। পরে আটককৃত দু’মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চ্য়ুাডাঙ্গা সদর থানা হাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত