আলোচনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাট্যোৎসব অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ২২-১২-২০১৭ ইং
দর্শনায় সাম্প্রতিক সংগঠনের বিজয় মেলার ৬ষ্ট দিনের
ওয়াসিম রয়েল: মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় হোক আনন্দময় এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের ২১ তম বিজয় মেলা ও নাট্যোৎসব অনুষ্ঠানের ৬ষ্ট দিনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দর্শনা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের বিজয় মেলার ৬ষ্ট দিনে আলোচনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক বাকি বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব পিপিএম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান। বিশেষ অতিথি থেকে আলোচনা করেন, দর্শনা কাস্টমস সুপার আলি আহসান, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান, মন্ডল দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মেলা উৎযাপন কমিটির যুগ্ম- সম্পাদক হারুন অর রশীদ জুয়েল ও আরতি হালসানা। আলোচনা অনুষ্ঠানের আগে স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা শেষে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের নাটক উদ্বাস্তু অনুষ্ঠিত হয়। এরপর দর্শনার ভৈরবী সাংস্কৃতিক সংগঠনের গান পরিবেশনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল হান্নান দুলাল। সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারি জানান, আগামীকাল অর্থাৎ মেলার শেষ দিন মেলার প্রধান আকর্ষণ হিসাবে থাকছে কৌতুক অভিনেতা মজিবর, টুকু ও তার দল।
কমেন্ট বক্স