সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইউপি সদস্য যুবলীগ নেতা মিলনসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৭ ইং
ইউপি সদস্য যুবলীগ নেতা মিলনসহ আটক ৩
মেহেরপুর গাংনীর বিভিন্নস্থানে পুলিশের অভিযান : অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে অস্ত্র, গুলি ও মাদকসহ মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মিলন হোসেন (৩৪) নামের এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যান্যরা হলেন- মিলনের সহযোগী লিটন হোসেন ও জালাল আহমেদ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ইউপি সদস্য মিলন হোসেন চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাষ্টারের ছেলে এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ইউপি সদস্য মিলন দীর্ঘ দিন ধরে মাদকের ব্যাবসা ও অস্ত্রের ব্যাবসা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার ভোরে ইউপি সদস্য মিলন হোসেন তার নিজ বাড়িতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মিলন ও তার সহযোগী লিটনকে গ্রেফতার করে তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তী অনুযায়ী সীমান্ত এলাকার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে জালাল আহমেদকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নেওয়া হয়। ওসি আরো জানান, আটককৃতদের নামে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স