শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাইসাইকেল আরোহী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৭ ইং
বাইসাইকেল আরোহী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে ট্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের কোমরপুর কাটাখালী নামকস্থানে বালি বোঝাই ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুর ২ টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর কোমরপুরের মাঝা মাঝি কাটাখালী নামক স্থানে দামুড়হুদা থেকে কার্পাডাঙ্গা অভিমুখে দ্রুত গতির বালি ভর্তি ট্যাক্টরটি সাইকেল আরোহি আবুল হোসেন ৬০কে পিছুন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে পিষ্ট হয়ে মারা যায়। নিহত আবুল হোসেন কার্পাডাঙ্গা ইউনিয়নের পিরপুর ক্ল্লুার (ফকির পাড়ার) মৃত সোবহান চৌকিদারের ছেলে। অপরদিকে ঘটনার পর থেকে উক্ত ট্যাক্টারের ড্রাইভার জুড়ানপুরের লাভলু ৩০ পালাতক রয়েছে। ট্যাক্টারের মালিক চিৎলার সাদ্দাম বিভিন্ন জায়গায় দেনদরবার শুরু করেছে। কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ ঘটনা স্থল থেকে বালি ভর্তি ট্র্যাক্টরটি উদ্ধার করে কার্পাসডাঙ্গা ক্যাম্প হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ নিহতর পরিবারের কাছে হস্তান্তার করেছে। আবুল হোসেনের লাশ তার কুল্লাগ্রামে পৌছালে স্বজনদের কান্নাই আকাশ বাতাস ভারী হয়ে উঠে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় শত শত লাইসেন্সবিহীন ট্র্যাক্টর বেপরোয়াভাবে চলাচল করছে। আবার অনেকেই বলছেন লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরার অভিযান চোখে পড়লেও লাইসেন্সবিহীন ট্র্যাক্টরের কোন অভিযান চোখে পড়ে না।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা