মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী-পুরুষ নির্বিশেষে উন্নয়নে কাজ করব : শেখ হাসিনা

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৭ ইং
নারী-পুরুষ নির্বিশেষে উন্নয়নে কাজ করব : শেখ হাসিনা
সমীকরণ ডেস্ক: নারী ও পুরুষ নির্বিশেষে নিবেদিতপ্রাণ হয়ে এদেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী ও পুরুষ মিলেই দেশকে উন্নত-সমৃদ্ধ করে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। মেয়েদেরকেও সব সময় এটা ভাবতে হবে, যার যে মেধা, যার যে শক্তি, সে যেন সেটাকে বিকশিত করে।’ গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রোকেয়া পদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে নারী উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রতœা, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর) পদক পেয়েছেন। শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের দেশে সবাই; আমরা নারী-পুরুষ নির্বিশেষে সকলে মিলে এদেশকে উন্নত করার কাজে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব। মেয়েদেরকেও ভাবতে হবে তার যে মেধা, তার যে শক্তি সেটাকে যেন বিকশিত করা যায়। সেটা নিজেদেরও উদ্যোগ নিতে হবে। কারও মুখাপেক্ষী হয়ে না নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে।` নানা প্রতিকূলতা পেরিয়ে রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিয়ে সরকার প্রধানের আসনে আসীন শেখ হাসিনা অন্য নারীদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কিছু বাধা তো থাকে, বাধা তো আসবে। সেই বাধা অতিক্রম করে নিজেদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।


কমেন্ট বক্স