জাহাঙ্গীর আলম বাদশা’র ইন্তেকাল : আজ বাদ যোহর দাফন
- আপলোড তারিখঃ ৩০-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ হুইপ ছেলুনের ভাগ্নে বিশিষ্ট ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাগ্নে, জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক, চুয়াডাঙ্গা সিঙ্গার শোরুমের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার বাদশা গতকাল বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.........রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন মেয়ে, তিন ভাই, তিন বোনসহ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণাগ্রাহী। আজ বাদ যোহর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাযে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে।
জানা যায়, গতকাল রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন সিঙ্গার শোরুম থেকে ব্যবসায়ীক কাজ শেষে প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যি বাদুরতলায় পৌছুলে বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর লাশ নেয়া হয় মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে। এ সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভাই-বোন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও এলাকাবাসীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, দুই মেয়ে, ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার আলী রেজা সজলসহ উপস্থিত সকলে। গোটা চুয়াডাঙ্গা শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মানুষটিকে এক নজর দেখতে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহ-সম্পাদক সুমন পারভেজ, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দীন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রন্জু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দান লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাসির উদ্দীন জোয়ার্দ্দারসহ আরো অনেকে।
কমেন্ট বক্স