মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন করা হবে

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০১৭ ইং
জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন করা হবে
চুয়াডাঙ্গা বেগমপুর ইউনিয়নে ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি সড়ক উদ্বোধনকালে এমপি টগর বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন। পল্লি উন্নয়ন অবকাঠামো ও আইআরআইডিপি উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল চুয়াডাঙ্গা-২ আসনের অর্ন্তভুক্ত সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৫টি গ্রামে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। গ্রামগুলো হলো যদুপুর, ফুরশেদপুর, কৃষ্ণপুর, ও কুন্দিপুর। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত স্থানীয় নেতাকর্মিদের নিয়ে বিভিন্ন গ্রামের সড়কগুলোতে ২ কোটি ৩১ লক্ষ টাকার পল্লি উন্নয়ন অবকাঠামো ও আইআরআইডিপি উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন এমপি টগর। উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন অত্যন্ত জরুরি। দেশের গুরুত্বপূর্ণ জনপদ বিশেষ করে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অবকাঠামোগত উন্নয়নের দিক আরো তরান্বিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে। কারণ অবকাঠামোর উন্নয়ন হলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবহণ ব্যয় হ্রাস পায়। উন্নয়নমুলক সকল কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সদস্য এমপির পিএস আ. সালাম ভুট্র, ছাত্রলীগ নেতা অপু সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক হামিদুল্লা, আ.লীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলায়মান হক ছলিম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আহসান হাবিব, সহ-সম্পাদক এনামুল হক এনাফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রইদুল, প্রকৌশলী ফজলুল হক, সহকারী প্রকৌশলী (একচেঞ্জ অফিস) রফিকুর রহমান খান, উপসহকারী প্রকৌশলী আনিসা খানম, উপসহকারী প্রকৌশলী খালিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স