চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ
- আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
দর্শনার হঠাৎপাড়া রেলগেটে রেললাইন মেরামত কাজ
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-জিবননগর সড়কে দর্শনা হটাৎপাড়া সংলগ্ন রেলগেটে রেললাইন মেরামতের কাজ করায় দীর্ঘ ৫ ঘন্টা দুরপাল্লা পরিবহন, ট্রাক ও ছোট খাটো পরিবহন চলাচল বন্ধ ছিলো। চলাচলকারী যাত্রীসাধারনের দুর্ভোগ পোহাতে হয়েছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎপাড়া সংলগ্ন রেলগেটের রেল লাইনের নিচের ১৭টি কঠের পাটাতন পচে নষ্ট হওয়ায় ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসসহ ভারত থেকে আসা লোড মালবাহী ট্রেন চলাচলে ঝুকি হয়ে পড়েছিলো। ঐ ১৭টি পুরাতন পাত লাইনের নিচ থেকে তুলে নতুন পাট বসানো হয়েছে। এমতাবস্থায় রেল কর্তৃপক্ষ ঝুকিমুক্ত রেল যোগাযগের জন্য কাজটি শুরু করে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায়। শেষ হয় থেকে সকাল সাড়ে ৮টায়। এ দীর্ঘ সময় ঢাকার পরিবহনসহ অন্য সকল যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তিতে যানবহনগুলি লোকনাথপুর গ্রামের ভিতর দিয়ে পরানপুর গ্রাম হয়ে দর্শনা বাসস্ট্যান্ড হয়ে যাওয়া আসা করতে থাকে। ফলে দীর্ঘ এসময় চলাচলকারী যাত্রীসাধারনের চরম দুর্ভোগে পড়ে। পরে সকাল সাড়ে ৮টা থেকে আবার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কমেন্ট বক্স