কর্মসূচীর ৮ম দিনে সড়কে বসে অবস্থান ধর্মঘট বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
- আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়ন দাবিতে কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আন্দোলন
ওয়াসিম রয়েল: ‘ভাত দাও কাপড় দাও, নইলে চেয়ার ছেড়ে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে ন্যায্য দাবী আদায়ের লক্ষে সেক্টর কর্পোরেশন শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের ডাকে জাতীয় মুজুরী স্কেল ২০১৫ ঘোষনা ও বাস্তবায়নের দাবীতে দর্শনায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আন্দোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন কর্মসূচীর ৮ম দিন গতকাল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিরতীহীনভাবে কেরুজ ডিষ্টিলারী গেটের সামনে ভুক্তভোগী শ্রমিকদের নিয়ে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে পুর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে কেরুজ ডিষ্টিলারী গেটের সামনে রাস্তার উপরে বসে ও শুয়ে থেকে অবস্থান ধর্মঘট করে নেতাকর্মী ও শ্রমিকরা। পরে উক্ত স্থান থেকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নের্তৃত্বে সরকার বিরোধী শ্লোগান দিয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায্য দাবী আদায়ের লক্ষে দেশের রাষ্টায়ত্ব সেক্টরের ৪টি শ্রমিক ফেডারেশন যথাক্রমে বিসিআইসি, ইস্পাত ও প্রকৌশল, চিনিকল ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেনশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ কর্র্তৃক সর্বনি¤œ ৮৭৫০টাকা ও সর্বোচ্চ ১৩৫০০টাকা মুজুরী নির্ধারন করে ১ জুলাই ২০১৫ তারিখ হতে কার্যকর করতে হবে। যতক্ষন পর্যন্ত সরকার আমাদের রুটি রুজির এ দাবী মেনে না নেয় ততক্ষন আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহন করবো। এছাড়া আরও বলেন, আজ শ্রমিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এভাবে মানবেতর জিবন জাপন করার চেয়ে ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করে মৃত্যুবরন করা অনেক ভালো। গভীর কষ্ট ও বেদনা নিয়ে বক্তারা এও বলেন, প্রচলিত রয়েছে শ্রমিক বান্ধব সরকার আজ দেশ উন্নয়নের জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে। কিন্তু উন্নত দেশ গুলোর দিকে লক্ষ করলে দেখা যায় দেশের পন্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ঠ শ্রমিকদেরকেই আগে মুল্যায়ন করা হয়। এসকল শ্রমজীবী মানুষের দুঃখ বেদনার কথা ভেবে যতক্ষন পর্যন্ত সরকারের নি¤œ মহল থেকে উচ্চ মহল পর্যন্ত জানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয় ততোক্ষন আমরা আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি পেশ, শ্রমিক সমাবেশ, সংবাদ সম্মেলন ইত্যাদী কর্মসূচী পালন করে যাব। এসময় বক্তব্য রাখেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাছুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, উদীয়মান নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহমেদ সবুজ ও ইসমাইল হোসেন, , সহ-সম্পাদক খবির উদ্দিন, সদস্য সুমন, আক্রাম হোসেন, আমিনুল ইসলাম, বাবর আলী, আয়ুব আলী, সাবু তরফদার, আ: রাজ্জাক, সাবেক নেতা জয়নাল আবেদীন, আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি ফারুক আহমেদ।
কমেন্ট বক্স